নিচে পাসপোর্ট এর ঘরে পাসপোর্ট নম্বর দিন। যদি দেশ ”বাংলাদেশ” দেওয়া থাকে তা হলে আনি শুধু ”Search” বাটনে চাপুন। সাথে সাথে মালয়েশিয়া ইমগ্রেশন ওয়েবসাইটা থেকে আপনাকে রেজাল্ট দেখাবে।
যদি রেজাল্ট-এ Not Found লেখা আসে থাকলে বুঝবেন আপনার পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ইমগ্রেশনে এখনো কোন রেকর্ড নেই।
প্রথমে আপনার পাসপোর্ট নম্বর দিবেন এবং পরে আপনার দেশ নির্বাচন করবেন সর্বশেষ Track My Application এ ক্লিক করবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক করুন এখানে।
নিচে দেওয়া লিঙ্ক-এ ক্লিক করুন বামপাশে থাকা ২টি ঘরে উপরেরটিতে আপনার পাসপোর্ট নম্বর দিন এবং নিচের ঘরটিতে স্টিকার নম্বর দিন যা আপনি আপনার ভিসার একেবারে উপরে ডানপাশে পেয়ে থাকবেন। তারপর ৩য় ঘরে উপরের হিবিজিবি লেখা লিখে CHECK বাটনে ক্লিক করুন।
খালি ঘরে আপনার পাসপোর্ট নম্বর দিন এবং SUBMIT বাটন চাপুন।
আপনার পাসপোর্ট এর ডেলিভারি তারিখ চেক করুন।
আপনি যদি আপনার পাসপোর্ট রেনিউ করতে দিয়ে থাকেন তাহলে হাই কমিশন থেকে প্রাপ্ত রিসিট দিয়ে এখানে চেক করুন।
POS LAJU ডেলিভারি ট্র্যাক করুন এখানে